জবুর শরীফ 38:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. আমি অবসন্ন ও অতিশয় ক্ষুণ্ন হয়েছি,অন্তরের ব্যাকুলতায় আর্তনাদ করছি।

9. হে মালিক, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে,আমার কাতরোক্তি তোমা থেকে গুপ্ত নয়।

10. আমার অন্তর ধুক্‌ ধুক্‌ করছে,আমার বল আমাকে ত্যাগ করেছে,আমার চোখের তেজও আমাকে ছেড়ে গেছে।

11. আমার বন্ধুরা ও আমার সঙ্গীরাআমার ব্যাধি থেকে দূরে দাঁড়ায়,আমার জ্ঞাতিবর্গ দূরে দাঁড়িয়ে থাকে।

জবুর শরীফ 38