4. কেননা আমার অপরাধগুলো আমার মাথার উপরে উঠেছে,ভারী বোঝার মত সেসব আমার শক্তির চেয়ে ভারী।
5. আমার সমস্ত ক্ষত দুর্গন্ধ ও গলিত হয়েছে,আমার অজ্ঞানতার দরুণই হয়েছে।
6. আমি কুঁজো হয়েছি, অত্যন্ত নুয়ে পড়েছি,আমি সমস্ত দিন বিষণ্ন হয়ে বেড়াচ্ছি।
7. কেননা আমার কোমরে জ্বালা ধরেছে,আমার দেহে কোনো স্বাস্থ্য নেই।