জবুর শরীফ 38:18-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. আমি আমার অপরাধ স্বীকার করবো,আমার গুনাহ্‌র জন্য খেদ করবো।

19. কিন্তু আমার দুশমনেরা সতেজ ও বলবান,অনেকেই অকারণে আমাকে ঘৃণা করে।

20. আর তারা উপকারের পরিবর্তে অপকার করে,তারা আমার বিপক্ষ, কারণ যা ভাল, আমি তারই অনুগামী।

21. হে মাবুদ, আমাকে পরিত্যাগ করো না;আমার আল্লাহ্‌, আমা থেকে দূরে থেকো না।

জবুর শরীফ 38