জবুর শরীফ 36:9-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. কারণ তোমারই কাছে জীবনের ফোয়ারা আছে;তোমারই আলোতে আমরা আলো দেখতে পাই।

10. যারা তোমাকে জানে,তুমি তাদের প্রতি তোমার অটল মহব্বত,ও সরলচিত্তদের প্রতি তোমার উদ্ধার চিরস্থায়ী কর।

11. অহঙ্কারের পা আমার কাছে না আসুক,দুষ্টদের হাত আমাকে তাড়িয়ে না দিক্‌।

12. ঐ যে দুর্বৃত্তরা পড়ে গেল;অধঃস্থানে নিক্ষিপ্ত হল, আর উঠতে পারবে না।

জবুর শরীফ 36