5. হে মাবুদ, তোমার অটল মহব্বত আসমানগুলোতে ব্যাপ্ত,তোমার বিশ্বস্ততা আকাশ ছোঁয়া।
6. তোমার ধর্মশীলতা আল্লাহ্র পর্বতগুলোর মত,তোমার সমস্ত বিচার মহাজলধিস্বরূপ;হে মাবুদ, তুমি মানুষ ও পশু রক্ষা করে থাক।
7. হে আল্লাহ্ তোমার অটল মহব্বত কেমন বহুমূল্য!সমস্ত লোক তোমার পক্ষচ্ছায়ার নিচে আশ্রয় পায়।
8. তারা তোমার বাড়ির পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়,তুমি তাদের তোমার আনন্দ নদীর পানি পান করিয়ে থাক।
9. কারণ তোমারই কাছে জীবনের ফোয়ারা আছে;তোমারই আলোতে আমরা আলো দেখতে পাই।
10. যারা তোমাকে জানে,তুমি তাদের প্রতি তোমার অটল মহব্বত,ও সরলচিত্তদের প্রতি তোমার উদ্ধার চিরস্থায়ী কর।
11. অহঙ্কারের পা আমার কাছে না আসুক,দুষ্টদের হাত আমাকে তাড়িয়ে না দিক্।