8. অজ্ঞাতসারে তার সর্বনাশ উপস্থিত হোক;সে গোপনে পাতা নিজের জালে নিজে ধরা পড়ুক,সেই সর্বনাশে সে নিজেই ধরা পড়ুক।
9. আর আমার প্রাণ মাবুদে উল্লসিত হবে,তাঁর উদ্ধারে আনন্দ করবে।
10. আমার সকল অস্থি বলবে,হে মাবুদ, তোমার মত আর কে আছে?তুমিই দুঃখীকে তার চেয়ে বলবান ব্যক্তি থেকে,দুঃখী দরিদ্রকে তার লুণ্ঠনকারী থেকে, উদ্ধার করে থাক।
11. দুর্বৃত্ত সাক্ষীরা উঠছে, আমি যা জানি না,তা আমার কাছে জানতে চায়।