জবুর শরীফ 35:13-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. কিন্তু তাদের অসুস্থতার সময়ে আমি চট পরতাম,আমি রোজা দ্বারা আমার প্রাণকে দুঃখ দিতাম,আমার মুনাজাত আমার বুকে ফিরে আসবে।

14. আমি তাদেরকে নিজের বন্ধুবা নিজের ভাই বলে মনে করতাম,আমি মাতৃশোকাতুরের মত শোকার্ত হয়ে অধোমুখে থাকতাম।

15. তবুও তারা আমার পদস্খলনে আনন্দিত হল ও সকলে একত্র হল;অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হল,তারা আমাকে বিদীর্ণ করলো, ক্ষান্ত হল না।

জবুর শরীফ 35