জবুর শরীফ 35:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, যারা আমার সঙ্গে ঝগড়া করে, তাদের সঙ্গে ঝগড়া কর,যারা আমার সঙ্গে যুদ্ধ করে, তাদের সঙ্গে যুদ্ধ কর।

2. তুমি ঢাল ও ফলক ধারণ কর,আমার সাহায্যের জন্য দণ্ডায়মান হও।

3. বর্শা ধর, আমার তাড়নাকারীদের সম্মুখ পথ রুদ্ধ কর;আমার প্রাণকে বল, আমিই তোমার উদ্ধার।

4. যারা আমার প্রাণের খোঁজ করে,তারা লজ্জিত ও অপমানিত হোক;যারা আমার অনিষ্টের সঙ্কল্প করে,তারা ফিরে যাক ও হতাশ হোক।

5. তারা বায়ূচালিত তুষের মত হোক,মাবুদের ফেরেশতা তাদের তাড়া করুন।

6. তাদের পথ অন্ধকার ও পিচ্ছিল হোক;মাবুদের ফেরেশতা তাদের পিছনে ধাবমান হোন।

জবুর শরীফ 35