জবুর শরীফ 34:20-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. তিনি তার সমস্ত অস্থি রক্ষা করেন;তার মধ্যে একখানিও ভগ্ন হয় না।

21. নাফরমানী দুর্জনকে সংহার করবে,ধার্মিকের বিদ্বেষীরা দোষীকৃত হবে।

22. মাবুদ তাঁর গোলামদের প্রাণ মুক্ত করেন;যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তাদের কেউই দোষীকৃত হবে না।  

জবুর শরীফ 34