15. ধার্মিকদের প্রতি মাবুদের দৃষ্টি আছে,তাদের আর্তনাদের প্রতি তাঁর কান আছে।
16. মাবুদের মুখ দুর্বৃত্তদের প্রতিকূল;তিনি ভূতল থেকে তাদের স্মৃতি লোপ করবেন।
17. ধার্মিকেরা কান্নাকাটি করলো, মাবুদ শুনলেন,তাদের সকল সঙ্কট থেকে তাদেরকে উদ্ধার করলেন।
18. মাবুদ ভগ্নচিত্তদের নিকটবর্তী,তিনি তাদের নাজাত করেন যাদেরসকল আশা ধ্বংস হয়ে গেছে।
19. ধার্মিকের বিপদ অনেক,কিন্তু সেসব থেকে মাবুদ তাকে উদ্ধার করেন।