13. তুমি হিংসা থেকে তোমার জিহ্বাকে,ছলনার কথা থেকে তোমার ঠোঁটকে সাবধানে রাখ।
14. মন্দ থেকে দূরে যাও, যা ভাল তা-ই কর;শান্তির খোঁজ কর ও তার অনুধাবন কর।
15. ধার্মিকদের প্রতি মাবুদের দৃষ্টি আছে,তাদের আর্তনাদের প্রতি তাঁর কান আছে।
16. মাবুদের মুখ দুর্বৃত্তদের প্রতিকূল;তিনি ভূতল থেকে তাদের স্মৃতি লোপ করবেন।
17. ধার্মিকেরা কান্নাকাটি করলো, মাবুদ শুনলেন,তাদের সকল সঙ্কট থেকে তাদেরকে উদ্ধার করলেন।
18. মাবুদ ভগ্নচিত্তদের নিকটবর্তী,তিনি তাদের নাজাত করেন যাদেরসকল আশা ধ্বংস হয়ে গেছে।
19. ধার্মিকের বিপদ অনেক,কিন্তু সেসব থেকে মাবুদ তাকে উদ্ধার করেন।
20. তিনি তার সমস্ত অস্থি রক্ষা করেন;তার মধ্যে একখানিও ভগ্ন হয় না।
21. নাফরমানী দুর্জনকে সংহার করবে,ধার্মিকের বিদ্বেষীরা দোষীকৃত হবে।