1. আমি সর্বসমক্ষে মাবুদের শুকরিয়া আদায় করবো;তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে।
2. আমার প্রাণ মাবুদকে নিয়েই গর্ব করবে;তা শুনে নম্র লোকেরা আনন্দিত হবে।
3. আমার সঙ্গে মাবুদের মহিমা ঘোষণা কর;এসো, আমরা একসঙ্গে তাঁর নামের প্রতিষ্ঠা করি।
4. আমি মাবুদের খোঁজ করলাম,তিনি আমাকে জবাব দিলেন,আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।
5. ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল;তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।
6. এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন,একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।
7. যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে,মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন,আর তাদেরকে উদ্ধার করেন।
8. আস্বাদন করে দেখ, মাবুদ মঙ্গলময়;সুখী সেই ব্যক্তি, যে তাঁর শরণাপন্ন।