18. সেই মিথ্যাবাদী সমস্ত ওষ্ঠাধর বোবা হোক,যারা ধার্মিকের বিপক্ষে অহংকারের কথা বলে,অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে বলে।
19. আহা! তোমার দেওয়া মঙ্গল কেমন মহৎ,যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করেছ,তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের পক্ষে সাধন করেছ,আর তা করেছ সকলের সাক্ষাতে।
20. তুমি মানুষের কুমন্ত্রণা থেকে তাদেরকেতোমার উপস্থিতির অন্তরালে সঙ্গোপনে রাখবে,জিহ্বাগুলোর বিরোধ থেকে তাদেরকে আশ্রমের মধ্যে লুকিয়ে রাখবে।