জবুর শরীফ 31:15-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. আমার সময়গুলো তোমার হাতে রয়েছে;আমার দুশমনদের হাত থেকে, আমার তাড়নাকারীদের থেকে,আমাকে উদ্ধার কর।

16. তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,তোমার অটল মহব্বতে আমাকে নিস্তার কর।

17. হে মাবুদ, আমাকে লজ্জিত হতে দিও না,কেননা আমি তোমাকে ডেকেছি;দুষ্টরা লজ্জিত হোক, পাতালে নীরব হোক।

18. সেই মিথ্যাবাদী সমস্ত ওষ্ঠাধর বোবা হোক,যারা ধার্মিকের বিপক্ষে অহংকারের কথা বলে,অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে বলে।

19. আহা! তোমার দেওয়া মঙ্গল কেমন মহৎ,যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করেছ,তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের পক্ষে সাধন করেছ,আর তা করেছ সকলের সাক্ষাতে।

20. তুমি মানুষের কুমন্ত্রণা থেকে তাদেরকেতোমার উপস্থিতির অন্তরালে সঙ্গোপনে রাখবে,জিহ্বাগুলোর বিরোধ থেকে তাদেরকে আশ্রমের মধ্যে লুকিয়ে রাখবে।

21. মাবুদ ধন্য হোন, কেননা তিনি দৃঢ় নগরেআমার প্রতি আশ্চর্য অটল মহব্বত প্রকাশ করলেন।

22. আমি অধৈর্য হয়ে বলেছিলাম,আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন,কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলেতুমি আমার ফরিয়াদ শুনলে।

23. হে মাবুদের সমস্ত পবিত্র লোক,তোমরা তাঁকে মহব্বত কর;মাবুদ বিশ্বস্ত লোকদেরকে রক্ষা করেন,কিন্তু অহংকারীকে অনেক প্রতিফল দেন।

24. হে মাবুদের অপেক্ষাকারী সকলে, সাহস কর,তোমাদের অন্তঃকরণ সবল হোক।

জবুর শরীফ 31