10. কারণ শ্রান্তিতে আমার জীবনও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স অতিবাহিত হল,আমার অপরাধের দরুন আমার শক্তি লোপ পাচ্ছে,আর আমার অস্থি শীর্ণ হল।
11. আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ,আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র,ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি;পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।
12. মৃত ব্যক্তির মত লোকে আমাকে ভুলে গেছে,আমি নষ্ট হয়ে যাওয়া পাত্রের মত হলাম।
13. কেননা আমি অনেকের কৃত অপবাদ শুনেছি,চারদিকেই ভয়;তারা আমার বিরুদ্ধে একত্র হয়ে মন্ত্রণা করেছে।আমার প্রাণনাশ করার সঙ্কল্প করেছে।
14. কিন্তু, হে মাবুদ, আমি তোমার উপরে নির্ভর করলাম;আমি বললাম, তুমিই আমার আল্লাহ্।
15. আমার সময়গুলো তোমার হাতে রয়েছে;আমার দুশমনদের হাত থেকে, আমার তাড়নাকারীদের থেকে,আমাকে উদ্ধার কর।
16. তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,তোমার অটল মহব্বতে আমাকে নিস্তার কর।
17. হে মাবুদ, আমাকে লজ্জিত হতে দিও না,কেননা আমি তোমাকে ডেকেছি;দুষ্টরা লজ্জিত হোক, পাতালে নীরব হোক।