1. হে মাবুদ, আমি তোমারই আশ্রয় নিয়েছি;আমাকে কখনও লজ্জিত হতে দিও না;তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর।
2. আমার দিকে কান দাও;আমাকে উদ্ধার করতে তাড়াতাড়ি এসো;আমার আশ্রয়-শৈল হও,আমার নিস্তারের জন্য দুর্গগৃহ হও।
3. কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;তাই তোমার নামের অনুরোধেআমাকে পথ দেখিয়ে গমন করাও।
4. আমাকে সেই জাল থেকে উদ্ধার কর,যা লোকে আমার জন্য গোপনে পেতেছে,কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়।
5. আমি তোমার হাতে আমার রূহ্ তুলে দিই;হে মাবুদ, সত্যের আল্লাহ্, তুমি আমাকে মুক্ত করেছ।
6. যারা অসার মূর্তি মানে, তাদের আমি ঘৃণা করি;আর আমি মাবুদের উপর নির্ভর করি।
7. আমি তোমার অটল মহব্বতে উল্লাস ও আনন্দ করবো,কেননা তুমি আমার দুঃখ দেখেছ,তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব নিয়েছ।
8. তুমি আমাকে দুশমনদের হাতে তুলে দাও নি,প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করেছ।
9. হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত;মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে।
10. কারণ শ্রান্তিতে আমার জীবনও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স অতিবাহিত হল,আমার অপরাধের দরুন আমার শক্তি লোপ পাচ্ছে,আর আমার অস্থি শীর্ণ হল।
11. আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ,আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র,ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি;পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।
12. মৃত ব্যক্তির মত লোকে আমাকে ভুলে গেছে,আমি নষ্ট হয়ে যাওয়া পাত্রের মত হলাম।