জবুর শরীফ 30:7-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. হে মাবুদ, তুমি তোমার অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়ভাবে স্থাপন করেছিলে;যখন তুমি মুখ লুকালে, আমি ভীষণ ভয় পেলাম।

8. হে মাবুদ, আমি তোমাকেই ডাকলাম,মাবুদেরই কাছে ফরিয়াদ করলাম।

9. কূপে নামলে আমার লাভ কি যদি তার মধ্যে আমার মৃত্যু থাকে?ধূলি কি তোমার প্রশংসা করবে?তোমার বিশ্বস্ততা কি তবলিগ করবে?

10. শোন, হে মাবুদ, আমাকে রহম কর;মাবুদ আমার সহায় হও।

11. তুমি আমার মাতম নৃত্যে পরিণত করেছ;তুমি আমার শোকের চট খুলে আমাকে আনন্দের পোশাক পরিয়েছ,

12. যেন আমি তোমার প্রশংসা গান করি, নীরব না থাকি।হে মাবুদ, আমার আল্লাহ্‌,আমি চিরকাল তোমার প্রশংসা করবো।

জবুর শরীফ 30