1. হে মাবুদ, আমি তোমার প্রশংসা করবো,কেননা তুমি আমাকে উঠিয়েছ,আমার দুশমনদেরকে আমার বিষয়ে আনন্দ করতে দাও নি।
2. হে মাবুদ, আমার আল্লাহ্,আমি তোমার কাছে আর্তনাদ করলাম,আর তুমি আমাকে সুস্থ করলে।
3. হে মাবুদ, তুমি পাতাল থেকে আমার প্রাণ উত্তোলন করেছ,তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ, যেন গর্তে নেমে না যাই।
4. হে মাবুদের ভক্ত সেবাকারীরা,তাঁর উদ্দেশে কাওয়ালী কর,তাঁর পবিত্র নামের শুকরিয়া কর।
5. কেননা তঁাঁর ক্রোধ নিমেষমাত্র থাকে,তাঁর অনুগ্রহেতেই জীবন;সন্ধ্যাবেলা কান্নাকাটি মেহমানরূপে আসে,কিন্তু খুব ভোরে আনন্দ উপস্থিত হয়।