3. কিন্তু, হে মাবুদ, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী।
4. আমি স্বরবে মাবুদকে ডাকি,আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন। [সেলা।]
5. আমি শয়ন করলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হলাম;কারণ মাবুদ আমাকে ধারণ করেন।
6. আমি হাজার হাজার লোককেও ভয় পাব না,যারা আমার বিরুদ্ধে চারদিকে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়েছে।
7. হে মাবুদ, উঠ;হে আমার আল্লাহ্ আমার উদ্ধার কর;কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ,তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ।
8. উদ্ধার মাবুদেরই কাছে;তোমার লোকদের উপরে তোমার দোয়া বর্ষিত হোক। [সেলা।]