1. হে মাবুদ, আমার বিপক্ষ কত বৃদ্ধি পেয়েছে।অনেকে আমার বিরুদ্ধে উঠছে।
2. অনেকে আমার প্রাণের উদ্দেশে বলছে,আল্লাহ্র কাছে ওর জন্য কোন সাহায্য নেই। [সেলা।]
3. কিন্তু, হে মাবুদ, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী।
4. আমি স্বরবে মাবুদকে ডাকি,আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন। [সেলা।]