জবুর শরীফ 29:6-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তিনি গরুর বাছুরের মত তাদেরকে নাচাচ্ছেন,লেবানন ও শিবিয়োনকে বন্য ষাঁড়ের বাচ্চার মত নাচাচ্ছেন।

7. মাবুদের কণ্ঠস্বরে আসমানে বিদ্যুতের ঝলকানী সৃষ্টি হয়।

8. মাবুদের কণ্ঠস্বর মরুভূমিকে কম্পমান করছে;মাবুদ কাদেশের মরুভূমিকে কম্পমান করছেন।

9. মাবুদের কণ্ঠস্বর হরিণীদেরকে প্রসব করাচ্ছে,বনরাজিকে পত্রহীন করাচ্ছে;আর তাঁর বায়তুল মোকাদ্দসে সবাই বলছে,“আল্লাহ্‌র গৌরব।”

10. মহাবন্যার উপরে মাবুদই বাদশাহ্‌;মাবুদ চিরকালের তরে বাদশাহ্‌র সিংহাসনে বসেছেন।

11. মাবুদ নিজের লোকদের বল দেবেন;মাবুদ তাঁর লোকদের শান্তি দিয়ে দোয়া করবেন।

জবুর শরীফ 29