জবুর শরীফ 29:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে বেহেশতী সত্তাগুলো, মাবুদের গৌরব ঘোষণা কর;মাবুদের গৌরব ও পরাক্রমের ঘোষণা কর।

2. মাবুদের উদ্দেশে তাঁর নামের গৌরব ঘোষণা কর;পবিত্র শোভায় মাবুদের কাছে সেজ্‌দা কর।

3. পানির উপরে মাবুদের কণ্ঠস্বর;গৌরবান্বিত আল্লাহ্‌ বজ্রনাদ করছেন,মাবুদ বিপুল জলরাশির উপরে বিদ্যমান।

4. মাবুদের কণ্ঠস্বর শক্তিবিশিষ্ট;মাবুদের কণ্ঠস্বর মহিমান্বিত।

5. মাবুদের কণ্ঠস্বর এরস গাছ ভেঙ্গে ফেলছে;মাবুদই লেবাননের এরস গাছ খণ্ড-বিখণ্ড করছেন।

জবুর শরীফ 29