5. কেননা তারা মাবুদের কাজ ও তাঁর হাতের কাজ বিবেচনা করে না;তিনি তাঁদেরকে ভেঙ্গে ফেলবেন, গেঁথে তুলবেন না।
6. মাবুদ ধন্য হোন,কেননা তিনি আমার ফরিয়াদ শুনেছেন।
7. মাবুদ আমার বল ও আমার ঢাল;আমার অন্তঃকরণ তাঁর উপরে নির্ভর করেছে,তাই আমি সাহায্য পেয়েছি;এজন্য আমার অন্তঃকরণ উল্লসিত হয়েছে,আমি নিজের গজল দ্বারা তাঁর প্রশংসা করবো।
8. মাবুদ তাঁর লোকদের বল;তিনিই তাঁর অভিষিক্ত ব্যক্তির রক্ষাকারী দুর্গ।
9. তোমার লোকদেরকে নাজাত কর,নিজের অধিকারকে দোয়া কর;তাদেরকে পালন কর, চিরকাল বহন কর।