1. হে মাবুদ, আমি তোমাকে ডাকছি;আমার শৈল, আমার প্রতি বধির হয়ো না;পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও,আর আমি বিপথগামীদের মত হয়ে পড়ি।
2. যখন আমি তোমার কাছে আর্তনাদ করি,যখন তোমার মহা-পবিত্র স্থানের দিকে দু’হাত উত্তোলন করি,তখন তুমি আমার ফরিয়াদ শুনো।
3. দুর্জনদের ও অধর্মচারীদের সঙ্গে আমাকে টেনে নিও না;তারা নিজ নিজ প্রতিবেশীদের সঙ্গে শান্তির কথা বলে,কিন্তু তাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।
4. তাদের কাজ ও আচরণের নাফরমানী অনুসারে তাদেরকে ফল দাও;তাদের হাতের কাজ অনুসারে ফল তাদেরকে দাও;তাদের অপকার তাদেরই প্রতি বর্তাও।
5. কেননা তারা মাবুদের কাজ ও তাঁর হাতের কাজ বিবেচনা করে না;তিনি তাঁদেরকে ভেঙ্গে ফেলবেন, গেঁথে তুলবেন না।