জবুর শরীফ 27:9-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. আমা থেকে তোমার মুখ আচ্ছাদন করো না।ক্রোধে তোমার গোলামকে দূর করো না;তুমি আমার সহায় হয়ে আসছ;হে আমার উদ্ধারের আল্লাহ্‌,আমাকে ফেলে দিও না, ত্যাগ করো না।

10. আমার পিতা-মাতা আমাকে ত্যাগ করেছেন,কিন্তু মাবুদ আমাকে তুলে নেবেন।

11. হে মাবুদ, তোমার পথ আমাকে শেখাও,সমান পথে আমাকে গমন করাও,আমার দুশমনদের জন্য তা কর।

জবুর শরীফ 27