1. মাবুদ আমার নূর, আমার উদ্ধার,আমি কাকে ভয় করবো?মাবুদ আমার জীবন দুর্গ,আমি কাকে দেখে ত্রাসযুক্ত হব?
2. দুর্বৃত্তরা যখন আমার মাংস খেতে কাছে এল,তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খেয়ে পড়লো।
3. যদিও সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,তবুও আমার অন্তঃকরণ ভয় পাবে না;যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়,তবুও, তখনও আমি সাহস করবো।