2. হে মাবুদ আমার পরীক্ষা করে প্রমাণ নাও,আমার মন ও হৃদয় পরীক্ষা কর।
3. কেননা তোমার অটল মহব্বত আমার নয়ন গোচর;আমি তোমার বিশ্বস্ততায় চলে আসছি।
4. আমি অসার লোকদের সঙ্গে বসি নি,আমি ছদ্মবেশীদের সঙ্গে চলবো না।
5. আমি দুর্বৃত্তদের সমাজ ঘৃণা করি,দুষ্টদের সঙ্গে বসবো না।
6. আমি শুদ্ধতায় আমার হাত ধোব,হে মাবুদ, এভাবে তোমার কোরবানগাহ্ প্রদক্ষিণ করবো;
7. যেন আমি স্তবের ধ্বনি শুনাই,ও তোমার আশ্চর্য কর্মগুলো তবলিগ করি।
8. হে মাবুদ, আমি ভালবাসি তোমার নিবাস গৃহ,তোমার গৌরবের বাসস্থান।
9. গুনাহ্গারদের সঙ্গে আমার প্রাণ নিও না,রক্তপাতী মানুষের সঙ্গে আমার জীবন নিও না।
10. তাদের হাতে অনিষ্ট থাকে,তাদের ডান হাত উৎকোচে পরিপূর্ণ।
11. কিন্তু আমি নিজের সিদ্ধতায় চলবো;আমাকে মুক্ত কর ও আমার প্রতি রহম কর।
12. আমার চরণ সমভূমিতে দাঁড়িয়ে আছে;আমি বিশাল মণ্ডলীর মধ্যে মাবুদের শুকরিয়া আদায় করবো।