1. হে মাবুদ, আমার বিচার কর,কারণ আমি নিজের সিদ্ধতায় চলেছি,আর আমি মাবুদের আশ্রয় নিয়েছি, চঞ্চল হব না।
2. হে মাবুদ আমার পরীক্ষা করে প্রমাণ নাও,আমার মন ও হৃদয় পরীক্ষা কর।
3. কেননা তোমার অটল মহব্বত আমার নয়ন গোচর;আমি তোমার বিশ্বস্ততায় চলে আসছি।
4. আমি অসার লোকদের সঙ্গে বসি নি,আমি ছদ্মবেশীদের সঙ্গে চলবো না।
5. আমি দুর্বৃত্তদের সমাজ ঘৃণা করি,দুষ্টদের সঙ্গে বসবো না।
6. আমি শুদ্ধতায় আমার হাত ধোব,হে মাবুদ, এভাবে তোমার কোরবানগাহ্ প্রদক্ষিণ করবো;
7. যেন আমি স্তবের ধ্বনি শুনাই,ও তোমার আশ্চর্য কর্মগুলো তবলিগ করি।