9. তিনি নম্রদের ন্যায়বিচারের পথে চালান,নম্রদেরকে তাঁর পথ দেখিয়ে দেন।
10. যারা তাঁর নিয়ম ও নির্দেশ পালন করে,তাদের পক্ষে মাবুদের সমস্ত পথ অটল মহব্বত ও বিশ্বস্ততায় পূর্ণ।
11. তোমার নামের গুণে,হে মাবুদ, আমার অপরাধ মাফ কর,কেননা তা গুরুতর।
12. সেই ব্যক্তি কে যে মাবুদকে ভয় করে?তিনি তাকে সেই পথ সম্বন্ধে শিক্ষা দেবেনযে পথে তাকে চলতে হবে।