4. হে মাবুদ, তোমার সমস্ত পথ আমাকে জানাও;তোমার সমস্ত পথ আমাকে বুঝিয়ে দাও।
5. তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও,কেননা তুমিই আমার উদ্ধারকারী আল্লাহ্;আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।
6. হে মাবুদ, তোমার করুণা ও অটল মহব্বত স্মরণ কর,কেননা উভয়ই অনাদি কাল থেকে আছে।
7. আমার যৌবনের গুনাহ্ ও আমার সমস্ত অধর্ম স্মরণ করো না,হে মাবুদ, তোমার মঙ্গলভাবের অনুরোধে,তোমার অটল মহব্বত অনুসারে আমাকে স্মরণ কর।
8. মাবুদ মঙ্গলময় ও সরল,এজন্য তিনি গুনাহ্গারদের পথ দেখান।
9. তিনি নম্রদের ন্যায়বিচারের পথে চালান,নম্রদেরকে তাঁর পথ দেখিয়ে দেন।