13. তার প্রাণ সহিসালামতে বাস করবে,তার বংশ দেশের অধিকারী হবে।
14. মাবুদের গূঢ় মন্ত্রণা তাঁর ভয়কারীদের অধিকার,তিনি তাদেরকে তাঁর নিয়ম জানাবেন।
15. আমার দৃষ্টি নিরন্তন মাবুদের দিকে,কেননা তিনিই আমার চরণ জাল থেকে উদ্ধার করবেন।
16. আমার প্রতি দৃষ্টি ফিরাও, আমার প্রতি রহম কর,কেননা আমি একাকী ও দুঃখী।
17. আমার অন্তঃকরণের যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে,আমার সমস্ত কষ্ট থেকে আমাকে নিস্তার কর।
18. আমার দুঃখ ও কষ্টের প্রতি দৃষ্টিপাত কর,আমার সমস্ত গুনাহ্ মাফ কর।
19. আমার দুশমনদেরকে দেখ, কেননা তারা অনেক;তারা নিষ্ঠুরভাবে আমাকে হিংসা করে।
20. আমার প্রাণ রক্ষা কর, আমাকে উদ্ধার কর,আমাকে লজ্জিত করোনা,কেননা আমি তোমার আশ্রয় নিয়েছি।
21. সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক,কেননা আমি তোমার অপেক্ষা করছি।
22. হে আল্লাহ্, ইসরাইলকে মুক্ত কর,তার সমস্ত সঙ্কট থেকে মুক্ত কর।