1. দুনিয়া ও সমস্ত বস্তু মাবুদেরই;দুনিয়া ও তার নিবাসীরা তাঁর।
2. কেননা তিনিই সমস্ত সমুদ্রের উপরে তা স্থাপন করেছেন,নদীগুলোর উপরে তা দৃঢ় করে রেখেছেন।
3. কে মাবুদের পর্বতে উঠবে?কে তাঁর পবিত্র স্থানে দণ্ডায়মান হবে?
4. যার হাত নির্দোষ ও অন্তঃকরণ বিমল,যে মিথ্যার দিকে প্রাণ উত্তোলন করে নি,ছলনার সঙ্গে শপথ করে নি।