1. মাবুদ আমার পালক, আমার অভাব হবে না।
2. তিনি তৃণভূষিত চরাণিতে আমাকে শয়ন করান,তিনি শান্ত পানির ধারে ধারে আমাকে চালান।
3. তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন,তিনি নিজের নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান।
4. যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করবো,তখনও অমঙ্গলের ভয় করবো না,কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,তোমার পাঁচনী ও তোমার লাঠি আমাকে সান্ত্বনা দেয়।