জবুর শরীফ 22:9-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. তুমিই তো মাতৃগর্ভ থেকে আমাকে বাইরে আনলে;যখন আমার মাতার স্তন পান করি,তখন তুমি আমার বিশ্বাস জন্মালে।

10. গর্ভ থেকে আমি তোমার হাতে নিক্ষিপ্ত;আমার মাতৃজঠর থেকে তুমিই আমার আল্লাহ্‌।

11. আমা থেকে দূরে থেকো না,সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেউ নেই।

12. অনেক ষাঁড় আমাকে বেষ্টন করেছে,বাশনের বলবান বলদেরা আমাকে ঘিরে ধরেছে।

13. তারা আমার প্রতি মুখ খুলে হা করে,বিদীর্ণকারী সিংহ যেন গর্জন করছে।

জবুর শরীফ 22