24. কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নি;তিনি তা থেকে তাঁর মুখও লুকান নি;বরং আমি তাঁর কাছে কান্না করতে তিনি শুনলেন।
25. মহাসমাজে তোমা থেকে আমার প্রশংসা জন্মে,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাদের সাক্ষাতে আমি আমার সমস্ত মানত পূর্ণ করবো।
26. নম্র লোকেরা ভোজন করে তৃপ্ত হবে,যারা মাবুদের খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে;তোমাদের অন্তঃকরণ চিরজীবী হোক।
27. দুনিয়ার প্রান্তস্থিত সকলে স্মরণ করে মাবুদের প্রতি ফিরবে;জাতিদের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে সেজ্দা করবে।
28. কেননা রাজত্ব মাবুদেরই;তিনিই জাতিদের উপরে শাসনকর্তা।