2. হে আমার আল্লাহ্, আমি দিনে আহ্বান করি,কিন্তু তুমি উত্তর দাও না;রাতেও (ডাকি), আমার বিশ্রাম হয় না।
3. কিন্তু তুমিই পবিত্র,ইসরাইলের সমস্ত প্রশংসা তোমার সিংহাসন।
4. আমাদের পূর্বপুরুষেরা তোমাতেই বিশ্বাস করতেন;তাঁরা বিশ্বাস করতেন,আর তুমি তাঁদেরকে উদ্ধার করতে।
5. তাঁরা তোমার কাছে কান্নাকাটি করতেন আর রক্ষা পেতেন,তোমার উপর ঈমান এনে লজ্জিত হতেন না।
6. কিন্তু আমি কীট, মানুষ নই,মানুষের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত।
7. যারা আমাকে দেখে, সকলে আমাকে ঠাট্টা করে,তারা মুখ ভেঙ্গায় আর মাথা নেড়ে বলে,
8. মাবুদের উপরে নির্ভর কর;তিনি ওকে উদ্ধার করুন;ওকে রক্ষা করুন, কেননা তিনি ওতে প্রীত।
9. তুমিই তো মাতৃগর্ভ থেকে আমাকে বাইরে আনলে;যখন আমার মাতার স্তন পান করি,তখন তুমি আমার বিশ্বাস জন্মালে।
10. গর্ভ থেকে আমি তোমার হাতে নিক্ষিপ্ত;আমার মাতৃজঠর থেকে তুমিই আমার আল্লাহ্।
11. আমা থেকে দূরে থেকো না,সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেউ নেই।
12. অনেক ষাঁড় আমাকে বেষ্টন করেছে,বাশনের বলবান বলদেরা আমাকে ঘিরে ধরেছে।