জবুর শরীফ 21:6-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তুমি তাঁকে চিরস্থায়ী দোয়াযুক্ত করেছ,তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।

7. কারণ বাদশাহ্‌ মাবুদের উপর নির্ভর করেন,সর্বশক্তিমানের অটল মহব্বতে তিনি বিচলিত হবেন না।

8. তোমার হাত তোমার সমস্ত দুশমনকে ধরবে;তোমার ডান হাত তোমার বিদ্বেষীদেরকে ধরবে।

9. তুমি তোমার ক্রোধের সময়ে তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডস্বরূপ করবে;মাবুদ ক্রোধে তাদেরকে গ্রাস করবেন,আগুন তাদেরকে পুড়িয়ে ফেলবে।

10. তুমি উচ্ছিন্ন করবে দুনিয়া থেকে তাদের ফল,মানবজাতির মধ্য থেকে তাদের বংশ।

জবুর শরীফ 21