জবুর শরীফ 2:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. জাতিবৃন্দ কেন কলহ করে?লোকবৃন্দ কেন অনর্থক বিষয় নিয়ে ধ্যান করে?

2. দুনিয়ার বাদশাহ্‌রা দণ্ডায়মান হয়,শাসনকর্তারা একসঙ্গে মন্ত্রণা করে,মাবুদের বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;

3. বলে, ‘এসো, আমরা ওদের বন্ধন ছিঁড়ে ফেলি,নিজের কাছ থেকে ওদের দড়ি খুলে ফেলি।’  

4. যিনি বেহেশতে উপবিষ্ট, তিনি হাসবেন;মাবুদ তাদের বিদ্রূপ করবেন।

জবুর শরীফ 2