8. আমি মাবুদকে নিয়ত সম্মুখে রেখেছি;তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হব না।
9. এজন্য আমার অন্তর আনন্দিত,ও আমার গৌরব উল্লসিত হল;আমার দেহও নির্ভয়ে বাস করবে।
10. কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না,তুমি নিজের বিশ্বস্ত গোলামের ক্ষয় দেখতে দেবে না।
11. তুমি আমাকে জীবনের পথ জানাবে,তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ,তোমার ডান হাতে নিত্য সুখভোগ।