জবুর শরীফ 16:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, আমাকে রক্ষা কর,কেননা আমি তোমার আশ্রয় নিয়েছি।

2. আমি মাবুদকে বলেছি তুমিই আমার প্রভু;তুমি ছাড়া আর কিছুতে আমার মঙ্গল নেই।

3. দুনিয়াতে যে পবিত্র ব্যক্তিরা থাকেন,তাঁরা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।

4. যারা দেব-দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাবে;রক্তরূপ তাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করবো না,আমার ওষ্ঠাধরে তাদের নাম নেব না।

5. মাবুদ আমার বেছে নেওয়া সম্পত্তি ও আমার পানপাত্র;তুমিই আমার অধিকার স্থায়ী করেছ।

6. আমার জন্য সীমারেখা মনোহর স্থানে পড়েছে,আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত।

জবুর শরীফ 16