1. মাবুদের প্রশংসা হোক!বেহেশত থেকে মাবুদের প্রশংসা কর;ঊর্ধ্বস্থানে তাঁর প্রশংসা কর।
2. হে তাঁর সমস্ত ফেরেশতা, তাঁর প্রশংসা কর;হে তাঁর সমস্ত বাহিনী, তাঁর প্রশংসা কর।
3. হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা কর;হে উজ্জ্বল সমস্ত তারা, তাঁর প্রশংসা কর।
4. হে উচ্চতম বেহেশত, তাঁর প্রশংসা কর।হে আসমানের উপরের জলরাশি,তোমরাও তাঁর প্রশংসা কর।
5. এরা মাবুদের নামের প্রশংসা করুক,কেননা তিনি হুকুম করলেন, আর এরা সৃষ্ট হল;
6. তিনি চিরকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন,তিনি একটি নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না।
7. দুনিয়া থেকে মাবুদের প্রশংসা কর,হে প্রকাণ্ড জলচরগুলো ও সমস্ত জলধি;