6. মাবুদ নম্রদেরকে সুস্থির রাখেন,তিনি দুষ্টদেরকে ভূমিতে ছুড়ে ফেলেন।
7. তোমরা স্তবসহ মাবুদের উদ্দেশে গজল গাও,বীণাযন্ত্রে আমাদের আল্লাহ্র প্রশংসা গাও।
8. তিনি মেঘমালায় আসমান আচ্ছন্ন করেন,তিনি দুনিয়ার জন্য বৃষ্টি প্রস্তত করেন,তিনি পর্বতমালার উপরে ঘাস জন্মাতে দেন।