জবুর শরীফ 147:12-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. হে জেরুশালেম, মাবুদের গুণ ঘোষণা কর;হে সিয়োন, তোমার আল্লাহ্‌র প্রশংসা কর।

13. কেননা তিনি তোমার দ্বারের সমস্ত অর্গল দৃঢ় করে দিয়েছেন,তিনি তোমার মধ্যে তোমার সন্তানদেরকে দোয়া করেছেন।

14. তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন,তিনি উৎকৃষ্ট গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।

15. তিনি দুনিয়াতে তাঁর হুকুম পাঠান,তাঁর কালাম বেগে ধাবমান হয়।

16. তিনি ভেড়ার লোমের মত তুষার দেন,তিনি ভস্মের মত নীহার ছড়িয়ে দেন।

17. তিনি খণ্ড খণ্ড করে তাঁর শিলাবৃষ্টি পাঠান;তাঁর শীতের সম্মুখে কে দাঁড়াতে পারে?

জবুর শরীফ 147