1. মাবুদের প্রশংসা হোক!কেননা আমাদের আল্লাহ্র প্রশংসা-গান করা উত্তম;তা মনোহর ও প্রশংসার উপযুক্ত।
2. মাবুদ জেরুশালেম গাঁথেন,তিনি ইসরাইলের দূরীকৃতদের সংগ্রহ করেন।
3. তিনি ভগ্নচিত্তদেরকে সুস্থ করেন,তাদের সমস্ত ক্ষত বেঁধে দেন।
4. তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,সকলের নাম ধরে তাদের ডাকেন।
5. আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান;তাঁর বুদ্ধির সীমা নেই।