8. মাবুদ অন্ধদের চোখ খুলে দেন;মাবুদ অবনতদের তুলে ধরেন;মাবুদ ধার্মিকদের মহব্বত করেন।
9. মাবুদ বিদেশীদের উপর দৃষ্টি রাখেন;তিনি এতিম ও বিধবাকে সুস্থির রাখেন,কিন্তু দুষ্টদের পথ বাঁকা করেন।
10. মাবুদ অনন্তকাল রাজত্ব করবেন;তোমার আল্লাহ্, হে সিয়োন, পুরুষানুক্রমে রাজত্ব করবেন।মাবুদের প্রশংসা হোক!