জবুর শরীফ 146:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা হোক!হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর।

2. আমি সারা জীবন মাবুদের প্রশংসা করবো;আমি যত কাল বেঁচে থাকি,আমার আল্লাহ্‌র প্রশংসা গান করবো।

3. তোমরা ভরসা করো না রাজন্যগণে,বা কোন মানুষের উপর, যার কাছে কোন সাহায্য নেই।

4. তার নিশ্বাস বের হয়ে গেলে সে মাটিতে ফিরে যায়;সেই দিনেই তার সমস্ত সঙ্কল্প নষ্ট হয়।

জবুর শরীফ 146