8. মাবুদ কৃপাময় ও স্নেহশীল,ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।
9. মাবুদ সকলের জন্য মঙ্গলময়,তাঁর করুণা তাঁর সৃষ্ট সমস্ত জিনিসের উপরে আছে।
10. হে মাবুদ, তোমার সমস্ত জিনিস তোমার প্রশংসা করে,এবং তোমার ভক্তরা তোমার শুকরিয়া আদায় করে।
11. তারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে,তোমার পরাক্রমের কথা বলে,
12. যেন মানুষকে জানাতে পারে তাঁর পরাক্রমের সমস্ত কাজ,এবং তাঁর রাজ্যের প্রতাপের গৌরব।