6. আর লোকে তোমার ভয়াবহ সকল মহৎ কাজের কথা বলবে,এবং আমি তোমার মহিমা বর্ণনা করবো।
7. তারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি তবলিগ করবে,তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।
8. মাবুদ কৃপাময় ও স্নেহশীল,ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।
9. মাবুদ সকলের জন্য মঙ্গলময়,তাঁর করুণা তাঁর সৃষ্ট সমস্ত জিনিসের উপরে আছে।
10. হে মাবুদ, তোমার সমস্ত জিনিস তোমার প্রশংসা করে,এবং তোমার ভক্তরা তোমার শুকরিয়া আদায় করে।