14. মাবুদ পতনোন্মুখ সকলকে ধরে রাখেন,অবনত সকলকে তুলে ধরেন।
15. সকলের চোখ তোমার অপেক্ষা করে,তুমিই যথাসময়ে তাদেরকে খাদ্য দিচ্ছ।
16. তুমিই তোমার হাত মুক্ত করে সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করে থাক।
17. মাবুদ তাঁর সমস্ত পথে ধর্মশীল,নিজের সমস্ত কাজে দয়াবান।
18. মাবুদ সেই সকলেরই নিকটবর্তী, যারা তাঁকে ডাকে,যারা সত্যে তাঁকে আহ্বান জানায়।
19. যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তিনি তাদের বাঞ্ছা পূর্ণ করেন,আর তাদের আর্তনাদ শুনে তাদেরকে নিস্তার করেন।
20. যারা মাবুদকে মহব্বত করে,তিনি তাদের সকলের পথের উপর তাঁর দৃষ্টি আছে,কিন্তু তিনি সমস্ত দুষ্টকে সংহার করবেন।
21. আমার মুখ মাবুদের প্রশংসা বর্ণনা করবে;আর সমস্ত প্রাণী যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের শুকরিয়া আদায় করুক।