13. আমাদের ভাণ্ডারগুলো যেন পরিপূর্ণ ও নানা রকম দ্রব্যবিশিষ্ট হয়;আমাদের ভেড়াগুলো যেন আমাদের মাঠে হাজার হাজার ও লক্ষ লক্ষ বাচ্চা প্রসব করে;
14. আমাদের সমস্ত বলদ যেন ভার বহন করে;ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়,আমাদের কোন চকে যেন কান্নার শব্দ না ওঠে।
15. সুখী সেই জাতি, যাদের উপর এরকম দোয়া নেমে আসে;সুখী সেই জাতি, মাবুদ যার আল্লাহ্।